শ্রেষ্ঠই সন্মান পেল
কোন কষ্ট নাই,
মেধা হবে মধ্যমনি
তাতেই গর্ব পাই।


কর্মফল হয় কর্মগুনে
কর্তব্যে হয় মহান,
আলসে যে হয় অর্ধনগ্ন
কর্মফলেই প্রমান।


বাচালতা বাদসাধে
কর্মের সু পথে,
অমরত্বের অহংকার
শূন্য থাকে সাথে।


তেজহীন তর্পণ
আলাপনে নেই আলো,
তর্কে তমসা ঘনায়
ক্যারিশমা হয় কালো।


শ্রদ্ধাহীনার শ্রেষ্ঠত্ব
কভু কাম্য নয়,
শ্রদ্ধাশীলই সর্বাঙ্গ সুন্দর
বিশ্ব করে জয়।


হত বুদ্ধি হোক হিরণ্ময়
হীরা কভুতো নয়,
তীক্ষ্ণবুদ্ধির তীরন্দাজ
তিমির করে ক্ষয়।
          --------- রঞ্জন গিরি।