খাল কেটে হাল একি!
খাসতালুকে কে দেয় উঁকি?
খাজনা নেয় বাজনা করে,
খায় দেহটা পাঁকে ভরে।


খাগি,খাঁকি বোঝা ভার,
খাই খাই করে চারিধার।
খাজাঞ্চী বসে মোড়ে মোড়ে,
খাকতি নেই কোন ধারে।


খাবলে খায় চোখ দুটো,
খাটালিতে রাখে করে ফুটো।
খামতি নেই কোন কাজে,
খামখেয়ালি চলেনা যে।


খয়রাতিতে বড়ো চোখ,
খাকড়াবাজী মরে লোক।
খানদানি ওর বংশ সারা,
খান্ডার দাঁতে রক্ত ধারা।


খাদ দেখলে বাড়ে দাপট,
খাদক মারে লেজের ঝাপট।
খাঁজকাটা ওই কুমির খানা,
খাটাই খানায়ও দেবে হানা।
           ------- রঞ্জন গিরি।