কি কত্তা?কি কইছিলাম?ঠিক কইছিলাম
কিনা?আমি কি মিথ্যা?
খালি কইছে জনমত হত্যা?
দুত তেরি!কে দেয় পাত্তা?
হিংসা, খুন করলে বা কি?
হাইকোর্টে ছাড় না পাই,
সুপ্রিম কোর্টতো আছে; বেল পেয়ে যামু,
নচেৎ কালো টাকা সুইসব্যাংকে।
হিম্মৎ দেখো!
আমরা জনতা ছাড়া
বিরোধী শূন্য করে জিততে পারি।
তোমরা সাতাত্তর আমরা তের?
তাতে কি?তোমার জনবল?
কিৎসু হবেনা, আমার যে আছে
প্রাণঘাতী আগুনের নল।
আইন আইনের জায়গায় আছে,থাকুক, তাতে কি?
কিন্তু আমি আমার ছাড়া ষাঁড় গুলোকে
দিয়ে আমার ওই বইয়ের পাতা গুলো
খাইয়ে দিয়েছি।
কি কত্তা?তোমার কি কিছু করার আছে?
যদি করো তাতে কি?ফলবে কচু।
চোখ রাঙ্গাইওনা কত্তা, আমরা এবার
রাজতন্ত্র কায়েম করমু।এখন ভদ্রতায়
দেখাইয়া, ভোট বাক্সের কাছে দাঁড়াইয়া
ভোট নিছি,এবার আর কাউকে
ভোট দিতে দিমু না।আর দেখাইয়া,
দাঁড়াইয়া ভোটও নিমু না।ভোটারকে
ভোটের লগে সারাদিন ঘরে ঢুকাইয়া
তালা দিয়া রাখমু।
জনগন আমাগো প্রয়োজন হবেক নাই।
ষাঁড়ের দ্বারা রাজা হইব,তাই ষাঁড়ের
ভালো মন্দ দেখিব, অন্যথায় নয়।
ঋণ করিয়া সোনা পরিব, ঋণ শোধ
না করিতে পারিলে দেশ বিক্রয় করিয়া দিমু।
আমাগো কেউ কিৎসু করতে পারবেক
নাই।আমাগো কোর্ট বাবু দেইখ্যা ডর পায়।
                         --------- রঞ্জন গিরি।