তুমি!
দু'বাহু দিয়েছ কর্মের লাগি
জীবন করিতে ধারণ,
দু'চোখ দিয়েছ হেরিতে সদাই
সত্যে করিতে দর্শন।
তুমি!
চরণ দুটি দিয়েছ মোরে প্রভু
খুঁজতে প্রাণের আধার,
হৃদয় বোঝাতে বিবেক দিয়েছ
ঠাঁই পেতে হৃদয়ে সবার।
তুমি!
আমায় বিশ্বস্ততার বিশ্বাসে
নিঃশ্বাসে রক্ষিলে প্রাণ,
পৃথিবীর স্বাদ বোঝাতে তাই
নাসিকা করিলে দান।
তুমি!
শীর্ষে থাকতে দানিলে শৌর্য্য
মন্দে শির নোয়াতে মানা,
চৈতন্য ফেরাতে চিন্তা দিলে
করতে সত্যের উপাসনা।
তুমি!
উদর দানিলে উদার হয়ে
অমৃত করিতে গ্রহণ,
কৃতার্থে কৃতজ্ঞতা হীন আমি
না করি তোমায় স্মরণ।
            ------- রঞ্জন গিরি।