দশাফেরে দশানন
দশচক্রে ভূত,
দশমাংস দোষ তাঁর
দশ দশক ছুত।


কৃতি কাটে কাত্যায়নি
ক্রুর তাঁর ভাব,
কৃপাচার্য কৃত্রিমতায়
কৃপণ হাসির হাব।


চাতুরতায় চর্যাপদ
চমৎকার লেখে,
চটকদারির চটুল কথা
চটকে দেহে মাখে।


সর্বজ্ঞ,সব্যসাচী
সরূপ চেনা ভার,
সময়ের সুযোগে
সমাজ করে সংহার।


তাল লাগাতে তিল
তাতে অনেক বেশী,
তাঁর তাপে তপবন
তামাশা দেখে খুশি।
   ------- রঞ্জন গিরি।