ক্রোধ ও আগুন সম জাতের,
এরা হয় দুজন একই কাফের।
আগুন জ্বললে পুড়ে হয় খাঁক!
ক্রোধের জ্বলন জীবন ফাঁক।
ক্রোধটা হয় যে মারণ ব্যাধি!
শান্তি পায় সে পতন সাধি।
পৃথ্বী আজতো ক্রোধে জ্বলে,
আস্ফালন দেখায় বাহু বলে।
জ্বলছে ক্রোধ বারুদ হয়ে,
প্রাণপাত ঘটায় হিংসা জয়ে।
প্রতি সংসার কলহের ফাঁসে,
জ্বলছে সদা ক্রোধের রোষে।
পিতা যখন পুত্রে তেজ্য করে,
পুত্র ক্রোধে পিতার কবর খোঁড়ে।
ঘরে ঘরে এখন ঝগড়া ঝাঁটি,
অকথ্য ভাষা করে ঘাঁটা ঘাঁটি।
কেহ ক্রোধে করে আত্মহনন,
খুঁজে বেড়ায় সে নির্জন কানন।
কেহ নিজ পরিবারকে  দিয়ে বলী,
ক্রোধে কুলকে দেয় জলাঞ্জলি।
ক্রোধে নিজ করে মান লয়,
ক্রোধ দিয়ে হয় প্রাণ ক্ষয়।
ক্রোধ করায় আঁধারে বাস,
ক্রোধে হয় ক্রোধীর সর্বনাশ।
             -------  রঞ্জন গিরি।