ক্ষমায় ক্ষমতার ক্ষয় নাই
উচন্ড ঔদ্ধত্যে ঔরস মরে,
নীচুর কাছে কেউ নিচু হলে
শ্রদ্ধার সহিত সন্মান বাড়ে।


শ্রদ্ধাশীলের শির না হয় নিচু
দীন দরিদ্রের চরণ ছুঁলে,
যোগীর জাত যায়না কভু
কাঙ্গালের কড়াইর রান্না খেলে।


ভক্তির ভাব হয়না অশুচি
মুচি যদি বসে মন্দিরে,
নামাজে কি কভু হয় ব্যাঘাত
হিন্দু যদি কভু হাদিস পড়ে?


সহনশীলতা কভু শীতলতা নয়
ফাঁপিয়ে ফোঁস করতে পারে,
হৃদ্যতা কভু হারিয়ে না যায়
হৃদয়বান হয়ে হৃদয়ে ফেরে।
              ---------- রঞ্জন গিরি।