ক্ষম মোরে
------- রঞ্জন গিরি।
দ্রোহের দহন চলছে দেহে
দম আটকায় তা সব সহে,
প্রতিবাদের প্রতি ভাষা,
প্রলয় হবে করি না আশা,
ক্ষম মোরে সদা খুশি মনে,
ক্ষান্ত হয়ে মোরে রক্ষো ত্রাণে।
সব মানবের সকল ভাষা,
সমান হবে কে করে আশা।
শীৎকার নয় কখনো শ্রুতি মধুর,
প্রাতঃ কর্ম ফলও হয় অসুর!
শিক্ষা মোর তাতে ছিল কম,
হয়ে ছিল ভীষন মতিভ্রম।
                  ------- রঞ্জন গিরি।



আজকের রাবন রাজ
------ রঞ্জন গিরি।
রাবন রাজার রাজত্বে
রঘূপতি রাম দোসর,
লক্ষ্মণ আজ নিরুপায়ে
রাবনের মাতায় আসর।


ট্যাঁ ফুঁ যদি করে লক্ষ্মণ
রাম ঘুমসী ধরে টানে,
রামের স্বার্থ  হলে অনর্থ
রাম হিংসার কোপ হানে।


শক্তিশেলে পড়লে  লক্ষ্মণ
বলো বাঁচাবে কে তাঁরে?
বীশল্যকরনী বিষে ভরা
আজ রাবন রাজের তরে।


রাম রাবনের ভাব জামাতে
এখন সুগ্রীব উদগ্রীব বড়,
বিশ্বাস ভঙ্গের আশ্বাস পেতে
যত বিভীষণে করে জড়ো।


রঘুপতি আজ সতী সীতার
সতীত্ব বেচায়  হাটে,
ধর্ষক রাবন ধামাচাপা দিতে
রামকে ভরায় নোটে।


ভক্ষন রোধে লক্ষ্মণ ভায়া
যদি করে  প্রতিবাদ,
রাবন গুষ্টি তাঁর ষষ্টি পূজে
জীবন করে বরবাদ।
               ------- রঞ্জন গিরি।