ক্ষুদে ডাকু করে খালাস
দুঁদে ডাকাতের হলি দাস,
খুদ পেলনা ক্ষুদের ছেলে
দুঁদে খেল দুধ বারমাস।


ক্ষুদে খুঁজে আঁতের ভাত
দুঁদে খুঁজে দেদার সুখ,
ক্ষুদে মরে খিদের জ্বালায়
দুঁদে দারুতে মেটায় ভূখ।


ক্ষুদে যখন খুশি কিনে
দুঁদের পা দলতে হয়,
ক্ষুদের ধনে দুঁদে মোটা
ক্ষুদের ক্ষমতা হয় ক্ষয়।


ক্ষুদের খ্যাতি দুঁদে খায়
ক্ষুদের কল্প খাদে পড়ে,
দুঁদে দামড়া মানুষ গুলো
ক্ষুদের খাদ্য খায় কেড়ে।


খামারে খেটে ক্ষুদে তিল
দাগী হলেও দুঁদে তাল,
ক্ষুদের গুনে দুঁদে রাবন
ক্ষুণ্ন মনে হয় লালেলাল।
               -------- রঞ্জন গিরি।