তোর আঁখির অস্ত্রে অন্তর ফালা
আবেগ আজ অসহায়,
তোর মিষ্টি হাসি মরতে শিখায়
লাবণ্যতা ঝরে লজ্জায়।


তোর বেণীর বনফুল বোবা বানায়
সাজলে সাঁঝ বেলায়,
তোর হাতের কাঁকন হৃদয়ে বাজে
দামিনী দ্বার খোলায়।


তোর চরনচারন চারু চাকচিক্য
অহনাকেও হার মানায়,
তোর বৈভবের বিহারে বিভোর
বিষ ভোগে বিষণ্নতায়।


তোর শশীপনা শ্রীমুখ খানি দেখে
অর্যমাও অধীর মনে,
তোর মধুর কথায় মমত্ব হেরিয়া
অমৃতও অবাক বনে।
                   -------- রঞ্জন গিরি।