সরল ঠকলেও সোজা থাকে
বাঁকা জিতলে হয় রিক্ত,
বিবেক বিষে জ্বলে বাঁকা
পারেনা কভু হতে মুক্ত।
সরলের একলক্ষ্য একশ মন
লাখো বাঁকার লক্ষ্য শূন্য,
অনন্ত সুখের অমৃত খুঁজতে
বাঁকা বিব্রত আর বিপন্ন।
সরলের নিদ্রায় শান্তির স্বাদ
বাঁকা ভয়ে নিশি জাগে,
সরল চিন্তায় সর্ব সুখ
বাঁকা ভাবনায় ব্যাধি লাগে।
               ------- রঞ্জন গিরি।