লাটার কাঁটা দারুণ সেটা
তাই দুধের মাঠা ভাবি,
লেপ্টে থাকি জাপটে ধরে
ওই লাটাই মোদের নবী।
লাটা নিমে দিচ্ছে খোঁটা
"তুই যে ভীষণ তেতো!
মোর স্বাদ আচ্ছা,গন্ধ সাচ্ছা
নয় তুই আমার মতো।
আদর করে সদর দ্বারে
মোরে লাগায় সকলে,
পাখির ঠোঁটে,পায়ু ঘেঁটে
তুই পড়িস মাঠে,জঙ্গলে।
চামড়া মোটা ভিতর ঝুটা
মোর হৃদয় লোকে মাগে,
তোর উপর নরম ভিতর গরম
সে যে শক্ত বড় লাগে।
মোরে শ্রদ্ধা করে ক্রোধের ভরে
কেউ গায় দেয় না হাত,
লোকে দাঁতে তোর চামড়া ছিঁড়ে
জীবন করে বরবাদ।
আমি লাটা জেনেও পাঁঠা কিছু
ওঁরা মোর জয়গান গায়,
তুই কভু না পারবি যেতে
আমার ভীতি সীমানায়।
               -------- রঞ্জন গিরি।