লেজুড়ের লেজ গজায় দেখি
                তার আবার থাকে লেজুড়,
সেই লেজুড় আবার লংকায়
                       সাজে সকলের হুজুর।


বাক্য খানা তাঁর মুখ্য হয়
                   নিজ বাকযন্ত্রের ব্যবহারে,
নতুন লেজুড়ের বাক্যবানে
                  পুরনো লেজুড় পায়ে ধরে।


লেজ খানি তাঁর লন্বা খুব
                   সুগ্রীব যে তাঁর হয় দোসর,
লংকাকান্ড ঘটায় সেতো
                       নিরীহ মানুষদের উপর।


মুখ পোড়া তবু মুখের দৌড়
                    হাটে বসে বেচে কলা মূল,
লেজে জড়িয়ে খদ্দের ডেকে
              তাঁদের পোঁদে ঢুকায় লম্বা হুল।


লেজুড়ের লেজুড় তস্য লেজুড়
                  তাঁরা দাপায় ঘুরে মাঠ সারা,
সব লেজুড়ের লেজ আছে জানি
          তবু তস্য লেজুড় এখন সৃষ্টিছাড়া।
                  ----------- রঞ্জন গিরি।