লোভের লাভ লজ্জাস্কর
গাধা দেখেও লজ্জা পায়,
কর্মক্ষেত্র হলে কুরুক্ষেত্র
লোভী মানুষ লাথি খায়।


ধর্মরাজ যদি ধর্ম বেচে
পাপী থাকে পরম সুখে,
ধর্মযোগী ধূলায় ধূসর
পাপীর পায়ে সেলাম ঠুকে।


জয়ের আগে দেয় জয়ধ্বনি
যমকে যুদ্ধে জাগিয়ে রেখে,
শুন্য পেয়েও শতক হাসি
শুভ হয় কর্ম শুক্র ক্ষয়ে।


হলধরের হালুয়ায় লোভ
ঘি কিনতে ঘিলু নাই,
গতর নেই তার গা ঝাড়তে
দেশ চালাবে দিমাগ কই!
             ------- রঞ্জন গিরি।