রোশনা রাসলীলা না করে
নিজের বিজ্ঞাপনে,
সাগর শ্রেষ্ঠত্বের প্রমান না রাখে
ডোবার অপমানে।
মা মমত্ব দেখায় না হাটে
ক্যামেরা ম্যান ডেকে,
পিতা পোষন না করে রাগ
সন্তান ঠকতে দেখে।
সাধুর সতীর্থ নিষ্প্রয়োজন
সত্য উচ্চারণে,
ব্রহ্ম বলিষ্ঠ না বলে জ্ঞান
নিজ ব্যাকরণে।
দাতা না দেখায় দান
ছবি তুলে তাঁর,
আঁত দেখিয়ে প্রকৃত আত্মীয়
না করে কভু ধার।