ওমা সরস্বতী হও বিদ্যাবতী,
তব শ্রীপদে মোর রইল নতি।
ওই বন্য শ্বেত শুভ্র পুস্প দ্বয়,
তব শ্বেত হৃদয়ে জ্যোতিঃ ময়।
তুমি হও শ্বেত চন্দন চর্চিতা,
তুমি শ্বেত হংস বাহন গ্রহীতা।
শোভিছে শ্বেত বীনা তব হস্তে,
শ্বেত কমল শ্রীচরণে নস্তে।
পূজিতা তুমি ষোড়শী রূপে,
ভূষিতা হও প্রজ্জলিত দীপে।
বাকদেবী তুমি এই বসুন্ধরায়,
বিদ্যাদায়িনী'মা'থাকো সাহারায়।
রোহিনী তুমি হও চতুর্ভুজা,
ষষ্ঠ ভুজ প্রজ্ঞস্তীতে পাও পূজা।
অজিত বালা নাম কখনো ডুবিতারি,
বজ্রশৃঙ্খল তুমি আবার চক্রেশ্বরী।
কুলিশাংকুশা, পুরুষদত্তাভারতী,
দশম মহা বিদ্যা কালি মহাকালী সতী।
বৃষ বাহন গৌরী তুমি হও গান্ধারী,
সর্বাস্ত্রমহাজ্বালা মুকুটে অরন্য বিহারী,
তুমি হও মানবী দর্পনও যষ্টি ধারিণী
বৈরাট্যা তুমি মা তব বাহন হয় ফনি।
সিংহবাহিনী মানসী বিজয় ধনুধারিণী,
নির্বাসি মহামানবী অচ্ছূপ্তা শান্তিদায়িনী।
বিদ্যা দাও সর্বজনে ওমা বিদ্যাদাত্রী,
এই মাঘ মাসে পঞ্চমীতে হও অধিষ্ঠাত্রী।
                ------- রঞ্জন গিরি।