মাগো............,
পাবো হিয়াতে বড় বেদনা...........।
পিতামহী, পিতা গেছে মোরে ছাড়ি,
তাঁদের শ্রীচরণ ছুঁতে আর নাই পারি,
আমি আছি মাগো তব শ্রীচরণ ধরি।
তুমি মাগো কভু মোরে ছেড়না........।
পাবো হিয়াতে বড় বেদনা...............।


যে যন্ত্রনা পেয়েছ মোর প্রসব কালে,
সে যন্ত্রনা নিজে আজ তুমি গেছ ভুলে,
স্নেহময়ী হয়ে মোরে রেখেছো যে কোলে।
সে কোল হতে কভু মোরে নামাইওনা.....।
পাবো হিয়াতে বড় বেদনা...................।


মাগো অন্তরে মোর আর কিছু না চাই,
শুধু তব শ্রীচরন যেন আমি কাছে পাই,
এছাড়া যে মোর আর গতি কিছু নাই।
মাগো কভু মোর এ হাত ছেড়োনা.......।
পাবো হিয়াতে বড়বেদনা.................।
                       ----------- রঞ্জন গিরি।