জাগো মান-হুসের দল
জাল কেটে চলে এসো,
জানের করোনা ভয়
জানালাটা খুলে বসো।


জাবর কাটছে দেখো
জাবড়া মানুষের দল,
জাল বুনছে মাইক্রোফোনে
জাগতিক কথার ছল।


জাতপাতের উস্কানিতে
জ্বালায় নিজের মা'কে
জানিস কি তুই হতভাগা
জারজ বলে কাকে?


জাদু যেন না করে ঘিলু
জাব হয়ে যাবি শেষে,
জানোয়ার হবে উপাধি তোর
জাড় থাকবে তোর বেশে।
            ------- রঞ্জন গিরি।