মানুষ যবন মধ্যমনি
         যমের জামানা শেষ,
যবনের ইচ্ছায় যব্বু
              যবন চালায় দেশ।


কাকুতি করে কার্তিক
        যবন থেকে পেতে পার,
যমালয়ে ঘুমায় যম
         যবন করে তাঁর বিচার।


পার্বতীরও পরিত্রাণ নেই
         যবন অরিকে সে ডাকে,
যবনারি হয় যবনের মিত্র
       যুবুথুবু সে যবনকে দেখে।


মত বিরোধী মাটির তলে
          যাতনায় যবন পিষে মারে,
যবনিকা হয় জীবন যাত্রায়
              যৌবনে যতি চিহ্ন পড়ে।
              ------- রঞ্জন গিরি।