যুগে যুগে!
সৎ এর সৎকার হবে
অসতের হবে আরতি,
চপলতার চাহিদা পাবে
সততার না থাকবে সারথী।


মনুষ্যত্বের মৃত্যু হবে
বিবেকের হবে বিনাশ,
অমানুষ অতিপ্রায়োজনীয়
বিদ্বান হারাবে বিশ্বাস।


মানবিকতা মুখোশ হবে
অন্তর অতিথি বিষ,
সমাজ হারাবে সভ্যতা
বিপদ বাজাবে শিস।


নিবিড়তা নির্জন হবে
আত্মীয়তা হবে অনাথ,
বৈরিতায় বীভৎসতা ডেকে
বন্ধুত্ব হবে বরবাদ।


লালসা কাড়বে লাবণ্য
লালিত্য লজ্জা পাবে,
হীনমন্যতায় আসবে হিংসা
ধর্মে ধরিত্রী ধ্বংস হবে।


প্রকাশ পাবে বন্যতা
ভাইয়ের রক্ত ভাই খাবে,
প্রত্যুতরে প্রীতির বাঁধন
পৃথ্বী থেকে আলগা হবে।
              --------- রঞ্জন গিরি।