এ ভবের খেলা হবে শেষ
                  সুপথে একবার ঘুরে নে,
বাঁকা পথে ঘুরলি রে মন
                  সোজা পথটা চিনলি নে।


শুন্য নিয়ে তুই আসলি ভবে,
পূর্ন হলো তোর অর্থ বৈভবে;
বিচূর্ণ হবিরে প্রাণ যাবে যবে।
শেষে শুন্য ছাড়া কিছু পাবিনে!
বাঁকা পথে ঘুরলি রে মন
                   সোজা পথটা চিনলি নে।।


কাঁড়ি কাঁড়ি তোর দৌলত নেশা,
ভূরি ভূরি মিথ্যা বাঁধে মনে বাসা;
চুরি যাবে সকল স্বপ্নের আশা।
তুই কি তবে সেটা জানিস নে?
বাঁকা পথে ঘুরলি রে মন
                    সোজা পথটা চিনলি নে।।


মরন ফাঁদ তোর আছে সম্মুখে,
চরণ ফেলরে তুই দেখে দেখে;
বরণ কর তুই সদা সত্যকে ডেকে।
শান্তি পাবিরে তুই দেহের মরনে!
বাঁকা পথে ঘুরলি রে মন
                     সোজা পথটা চিনলি নে।।
                        ----------- রঞ্জন গিরি।