মারকাট করে মেট্রিক পাশ
মাটি হিংসায় মানে লাগে,
মায়ের কথায় মানুষ হতে চাই
মন্ত্রী হতে তাই ইচ্ছা জাগে।


খাটাখাটি করে কি লাভ বলো
খাটে বসে বরং খাঁটি থাকি,
খামার গুলো খাস হয়ে যাক
খাদক হয়ে শুধু খাদ্যে ডাকি।


চাষার ছেলে চাঁদ ছুঁতে পারে
চাপ কেন এতো চাষের লাগি?
চকরি আছে চাঁদির কি ভয়
চুরি করেও চোর হবো যোগী।


শ্রম বিনা কোথায় স্বস্তি আছে
সারাদিন শুধু ভেবে বেড়াই,
সাধু সেজে সাধ মিটতে পারে
সবুর করে সুখ শ্রম ছাড়াই।
                   -------- রঞ্জন গিরি।