মসনদে মানুষ থাকুক
মহিষ থাকুক বাথানে,
মানুষের হৃদয় থাকুক
মধুরতা থাকুক বাক্যবানে।


সাধারণের সাম্রাজ্য থাকুক
সর্বগ্রাসীর থাকুক শ্রীঘর,
সৎ জনের শান্তি থাকুক
সাথীহারা থাকুক স্বার্থপর।


কর্মে সদা কর্তব্য থাকুক
কাপুরুষ থাকুক গর্তে,
কাল থাকুক কালের দলে
কামনা থাকুক মর্ত্যে।


পাণ্ডিত্য থাকুক পরিচয়ে
পৌরাহিত্যে থাকুক সুবোধ,
পতিত থাকুক পাষণ্ড প্রেম
পদতলে থাকুক ক্রোধ।
               ------- রঞ্জন গিরি।