মাথা মোটা এক চাষার বেটা
চাকরী খুঁজে হন্যে,
পৈতৃক ভিটে নিলামে উঠে
ঘুষের টাকার জন্যে।


ভীষন দামী তাঁর আবাদি জমি
করবে না সে চাষ,
চাকরির আশে মেট্রিক পাশে
তাই বসে বারোমাস।


পগারপার না হয় স্বপ্ন তাঁর
তাই কি হবে তাঁর জমি?
চাকরি পেয়ে বিদেশ গিয়ে
সে ভুলবে স্বদেশ ভূমি।


সে যে অবশেষে গেল ফেঁসে
সাজলো আস্ত পাঁঠা,
দালাল চক্র যে অতি বক্র
কভু না জানে সে বেটা।


ভিটে মাটি তাঁর পেল চুটি
চাকরি পাওয়ার গন্ধে,
দালালে খেলো টাকা গুলো
আনলো ডেকে সন্ধ্যে।


সে যে ভাঙ্গা মনে নাঙ্গা ধনে
কাঁদে বটের তলে,
ঠোঁট কেটে দাঁতে  মাটি চেটে
হায় ভগবান বলে ।
            -------- রঞ্জন গিরি।