মিতভাষী হয় মৃত্যুঞ্জয়ী,
মিষ্টি কথা অধিক স্থায়ী।
মিতাহারী মৃত্যু রুখে,
মিতালী সবে রাখে সুখে।
মিথ্যা কথা মৃত্যু মোদক,
মিনতি হয় মানুষ শোধক।
মিত্রতা নয় মীরজাফরে,
মিত্ররা সব যাবে সরে।
মিমাংসাতে মনের শান্তি,
মিরাক্কেল টুটে বিভ্রান্তি।
মিশলে পরে মাসুম দলে,
মিরের বচন নাই চলে।
             ------- রঞ্জন গিরি।