মিথ্যুকের থাকুক পূর্ন প্রতাপ
হোকনা যতই সে বিত্তশালী,
সৎ ভিক্ষুকে ভয় বড় তাঁর
বাক্যবান ভীষন শক্তিশালী।


সত্যের পর্ন কুটিরের নিকট
প্রমোদ প্রাসাদ ও হয় নত,
মিথ্যায় ভরা ওই অট্টালিকা
সত্যের সৌন্দর্য্যে আশাহত।


বৈভব আঁকড়ে সত্যে বিদ্রুপ
উগ্র উন্মত্ততা প্রকাশ পায়,
মিথ্যার বেসাতি মিষ্টি হলেও
সত্য থাকে সদা সত্যের ন্যায়।


মিথ্যাচার কভু মার্জিত নয়
কর্মের চেয়ে কলরব বেশি,
নীরব হলেও নির্ভেজাল মন্তব্য
এক সত্যে একাধিক খুশী।
                   -------- রঞ্জন গিরি।