মিঠা কথা পিঠা সম
মিথ্যাও লাগে মিষ্টি,
মিথির বাক্য রীতিমতো
মিষ্টি লোকও অনাসৃষ্টি।


মিত্রের চেয়েও মিতিন মিষ্টি
মিঠার মিতি খুব বেশি,
মিত্রঘাতি হয় মিতিন প্রেমে
মিথুন যেন আঁধারে শশী।


মিতালি মিশে মাটিতে সারা
মিত্রের মিত্রর ছলে,
মিত্রদ্বেষী মিথ্যাচারিতায়
মিথ্যুক মিত্রকে বলে।


মিচকে মিত্র মিতালী চায়
মিতায় রাখতে বশে,
মিরজাফর হয় মিচকে সদা
মিতিনের গা ঘেঁষে।
         --------- রঞ্জন গিরি।