হে মানী ক্ষণিক এসো
এই পথের ধূলি পরে,
নেমে দেখো কত সুখ
মিত্রতার ওই হাত ধরে।


স্মরণ করে রবি কবিকে
সবে এসো রাখী বাঁধি,
আভিজাত্য অভিমান ভুলে
এসো প্রেমের গান সাধি।


হিংসা বিদ্বেষ ভুলিয়া সবে
আলিঙ্গনে হৃদয় ভারো,
প্রেম প্রীতির স্মৃতি দিয়ে
রাখী বন্ধনে মানুষ ধরো।


জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে
একাকার হোক ব্যবধানে,
একটাই শুধু মানব জাতি
এটাই থাকুক ধ্যানে জ্ঞানে।
            -------- রঞ্জন গিরি ।