মধুবনে মধু নিতে
         মৌমাছি করে ভিড়,
বিকলাঙ্গ সাঙ্গপাঙ্গ
           খুশিতে তুলে শির।


কর্ম বিনা মধু পেতে
               কেবা নাহি চায়?
কাল ঘর্ম তার লাগি
               কুঁড়ে না ঘুমায়।


কর মর্দন করতালি
                খুশিতে ডগমগ,
মধুবনে পদার্পনে
                   শিহরিত জগ।


লাবণ্যে ললুপিত
                  লালায়িত সদা,
এক দিবস কষ্টে
              পাঁচ বছরের দাদা।


মধুবন ওই পঞ্চায়েত
               সদস্য পদটাই মধু,
মৌমাছি হয় লোভী লোক
              লাফাতে থাকে শুধু।
            --------- রঞ্জন গিরি।