মধুরাত জীবনে একবার আসে
সে তো মন মাধুরী মিশায়ে,
ক্ষনিকের ক্ষণ টুকু না ভুলিতে
রাখি রজনীগন্ধা বিছায়ে।
মধুরাত.................. মিশায়ে।


লাজবতী বধূ লাজে রাঙা
লাজুক হাসি হাসে,
সৌরভ ছোটে বাসরে তাঁর
গোলাপের সুবাসে।
মেহেন্দি আঁকা হাত দুটোয় রাখে
অলীক স্বপ্ন বিছায়ে।
মধুরাত..................... মিশায়ে।


প্রীতি মাখা প্রেম চাউনি সে
ঘোমটা খুলিয়া দেখে,
বেহাগ রাগে বসন্ত যে আসে
ওই হৃদয়ের মরু শাখে।
চৈতালী বায় চাঁদের জোৎস্নায়
বধূ সোহাগ দেয় বিলায়ে।
মধুরাত.................... মিশায়ে।
                ............   রঞ্জন গিরি।