তালপুকুরে তলায় তপন
তমসা ঘনায় তাতে,
ইন্দুর ওই আলোক সিন্ধু
বান্ধব তখন রাতে।


নিমেষে বয় নির্মল বায়
নিশির নির্জন জলে,
চিকচিক করে চকচকে বিধু
চিৎ হয়ে জলে দোলে।


তিরপিত হই তৃনতে বসি
তামাম স্বপ্নে ভাসি,
সুধাকর আজি লইয়া সুধা
সৌরভ ছড়াইল আসি।


নিশিতে শশী নির্মল প্রেমে
বাঁধিল নিবিড় করে,
মনোহরা মৃগাঙ্ক মনের ওই
মধুর মাধুরী গড়ে।
              -------- রঞ্জন গিরি।