মরীচিকার মহব্বতে
হয়তো কষ্ট পাবে,
মরুদ্যানের মৃত্তিকা
অনেক শিক্ষা দেবে।
তৃষ্ণার্ত শরীর তৈরি করবে
সহনশীল হতে,
ঊষর বালির উৎকন্ঠা আবির্ভূত হবে
ধৈর্য্য শিখাতে।
উন্মাদ উত্তাপ নিঃসৃত করবে
লোভর ব্যঞ্জনা,
একাগ্রতা এগিয়ে দেখাবে
কর্মের সাধনা।
আশার আশা কেড়ে নেবে
অহংকার বোধ,
ভয়ার্ত ভাবনা ভুলিয়ে দেবে
দানা বাঁধা ক্রোধ।
মরু ঝড় মর্মার্থ বোঝাবে
নিরর্থক পাহাড়ি ধন,
বালিয়াড়ির বালি বোঝাবে
সূক্ষ্ম হলেও সে আপনজন।
                ----------- রঞ্জন গিরি।