তোরা ভক্তি চাস ভয় দেখিয়ে
ভালুক ভলুর জ্ঞানে,
তোরা জ্যান্ত জীব জ্বালিয়ে খাস
স্বভাব সিদ্ধ মনে।
তাঁতিয়ে তোরা তেলাপোকায়
ঝোপে খুলিস ঝাঁপি,
তোদের দাবানলের দমকা হওয়ায়
দেদার দাপাদাপি।
তোরা মুকদ্দম হতে মানুষ মারিস
প্রতিশোধের স্পৃহায়,
তোরা আল্লা মারিস আলখাল্লাতে
হরি মারিস জ্বিহায়।
তোরা যমকে ডেকে জাত বেচিস
জগন্নাথে যাস ভুলে,
তোরা জান্নাতুল বানাস জাহান্নাম
কাফেরকে তুলে কোলে।
যত গর্ব ধুইস তোরা গঙ্গা জলে
আনন্দ করিস অহংকারে,
তোরা হিং দিয়ে হিংসা বাঁচিয়ে রাখিস
আমোদ করিস অত্যাচারে।
                  ---------- রঞ্জন গিরি।