নববর্ষ আসুক নব রূপে
হৃদ্যতা বয়ে আনুক মনে,
সুখ উষ্ণতার সোহাগ দিয়ে
মনুষ্যত্ব ফিরুক সবার প্রাণে।


কালো মনের কলেবরে
সততার স্বাতন্ত্র্য ফিরুক,
উন্মেষ ঘটুক  উদারতার
অভাগা আমোদ করুক।


সহিষ্ণুতা ফিরুক সর্ব ধর্মের
মানবিক হোক সবার মুখ,
নৃশংসতা আজ নিপাত যাক
শান্তি আসুক ফিরুক সুখ।


অজ্ঞতার অমাবস্যা কাটুক
শুক্ল পক্ষের শুরু হোক,
বিধুর বিশুদ্ধ আলোক শিখায়
নিবিড় নির্মলতা হোক যোগ।


ধরিত্রীর বুকে ধর্ম ফিরুক
কর্ম ফিরুক কোমা থেকে,
প্রাঞ্জল হাসিতে প্রভাত আসুক
বৈশাখ আসুক বৈভব ডেকে।


ব্যথীর ব্যথায় বেদনা আসুক
সহানুভূতি আসুক সবার মনে,
হীনমন্যতা হীন হোক সবার
পবিত্রতা আসুক সবার জ্ঞানে।
                    -------- রঞ্জন গিরি।