নববর্ষ বলে হর্ষ করে
লাভটা কার কি?
ফুর্তিতে কেউ মাতে
কেউ করে ছিঃ!ছিঃ!


নাচা, গানা, খানা, পিনা
আর শুভেচ্ছা বিনিময়,
টাকার কুবের টাকা ওড়ায়
ওসব গরীবের জন্য নয়।


ইলিশ পাতুড়ি লুচি মণ্ডা
বড় লোকের খাদ্য,
ওসব যে দেখবে চোঁখে
গরীবের নেই সাধ্য।


বেড়াতে যাওয়া হোটেলে খাওয়া
সব বড়লোকেদের জন্য,
পিঁয়াজ,পান্তা আর কাঁচা লঙ্কা
খেয়ে গরীব ধন্য।


শুধু মাটন, চিকেন রোচে না কারুর
মদ খেয়ে হয় মাতাল,
কেউ দোকান দেনা মেটাতে না পেরে
ফুপিয়ে কেঁদে বেতাল।


দাদার দুই আর দিদির তের,
দীনের তাতেই নাজেহাল,
লাল জুস আর লাল বোতল
খেয়ে ধনী টালমাটাল।


নামি দোকানের দামী পোশাক
পরে ধনীর দুলাল,
জীর্ণ দেহে বিদীর্ণ পোশাক
দীনের না ফিরে হাল।


নতুন বছরে ভালো থাকুক
ধনী, দরীদ্র সবে,
সকল খুশী ভাগ করে সবাই
সবার ব্ন্ধু হবে।
             ------- রঞ্জন গিরি।