মনুষ্যত্ব নোংরায়
আজ নিমজ্জিত,
মরনের পরও
মুনীষী হয় হত।


শিক্ষার শিরোপা
হিংসার দ্বারা,
শত্রুতা করে
শত্রুঘ্ন যাঁরা।


বৈভবের শিক্ষা
বৈরিতার ফল,
বন্যতার বিভৎসতা
নিশানা গরল।


দিবসে দানব
দয়ার সাগর,
দরিয়া দিল
জনতা চাকর।


নৈশ ভোজের মেনু
নরম মানুষ,
নীরব দর্শকের
না ফিরে হুস।


আড়ম্বতায় যখন
আবেগ উন্মত্ত,
আড়ষ্ঠতা বিকলাঙ্গের
বিবেক মৃত।


হৃদ্যতা এখন
হিমাঙ্কের নিচে,
হৃৎপিণ্ড হারে
মৃত্যু যেচে।


নিজের ইজ্জত বেচে
পরের চরিত্রে কালি,
নাঙ্গা হয় নিজে
পরকে বলে গা খালি।
             ------- রঞ্জন গিরি।