সবার চোখ তো সমান নয়
ভালো লাগার ধরন,
নিজ নিজের নজরে প্রেম
যেমনি হোক গড়ন।


ছাতার নিচে ছাদনা তলায়
কেউ বিবাহ করে সুখে,
কেহ দুধে আলতা না হলে
দেহ, সমন্ধ তে বাঁকে।


কাল বৈশাখীর কালো মেঘে
কেউ বিজলী পেতে চায়,
কেহ প্রখর রবির কিরণ তাপে
সোনার অঙ্গ ভেজায়।


লাল দুটি ঠোঁট লজ্জাবতী
লাজুক হাঁসি হাঁসে,
দিবসে তার মান ক্ষয়ে যায়
তাই আঁধার ভালোবাসে।


পরলে পায়ে পাজুর মল
পলক না ফেলে কেউ,
সরম পেয়ে নরম ঠাটে
কন্যে লুকিয়ে সাজে বৌ।


ওই কৃষ্ণকলির তৃষ্ণা লঘু
যৌবন উপভোগে,
সাজায় দেহ সাজে মজে
যুবকের যৌবন মাগে।
               -------  রঞ্জন  গিরি।