নাড়াবুনে চড়া রোদ
নাড়ি যায় শুকায়ে,
নাদে জ্ঞানী খায় পানি
নাড়াবন কাঁপায়ে।


নাশ বন্দী আশ শেষ
নাক কাটে পুরুষের,
নাট শিক্ষায় চায় ভিক্ষা
নাটক নির্বোধ ঔরসের।


নাগপাশে রাগ নেই
নাড়ু পেয়ে খুশি,
নালা কেটে শিক্ষা ছেঁটে
নাড়াবনে বসি।


নালি কেটে খালি করে
নাপিতের ক্ষুরে,
না পসন্দ সৎ শিক্ষা
নাড়াবনে ঘুরে।
        ------ রঞ্জন গিরি।