সকল শক্তির উৎস নারী,
তাঁরা বিশ্ব রাখেন বুকে ধরি!
মোরা পুরুষ তাঁদের করুণায়
এই বিশ্ব সাগর দিচ্ছি পাড়ি।


নারীর আবেগে ছুঁড়ে তীর,
পুরুষরা ভাবেন মহান বীর!
নারী রক্ত-মাংসে দশম মাসে
ধারায় ভূমিষ্ঠ করে বাঁচান শীর।


স্নেহ মমতায় গড়লেন জীবন,
চেনালেন মোদের সুন্দর ভুবন!
শিক্ষা গুরু হন তিঁনিই প্রথম
কর্মে, ধর্মে করেন নিখুঁত বুনন।


তাঁদের হাত ধরে চলন বলন,
মোরা বিশ্ব জয়ের দেখি স্বপন!
বেঁচে থাকার প্রেরনা যোগায়
তাঁদের না ভুলি যেন জীবন মরন।


নারী শক্তি আজ বিশ্ব মাঝে,
জুড়ে আছে নাম সকল কাজে!
যে দিকে চাইবে আজ নারী শক্তি
সকল শুভ কাজে নারী বিরাজে।
                -------- রঞ্জন গিরি।