নারী!তুমি মেয়ে,মা,
নারী,তুমি বোন,পিসি,
নারী তুমি সৃষ্টির রূপকার,
তবে কেন নারী পুরুষের দাসী?
তুমি নারী বৌ,শাশুড়ি
তুমি নারী ননদ ভাজ্,
কেন নারী নারীর শত্রু বেশী
সদা রণং দেহি সাজ!
পিতা তোমার জন্ম থেকে
পুরো আঠারোটিও নিল,
পতির ঘরে সতী সেজে
ওঁরা তোমায় কি দিল?
আধারে তোমার পিতা,
নয়তো আধারে তোমার পতি,
পিতা,পতি ঠিকানা তোমার
এটাই কি তোমার গতি?
বয়স বেলা গড়িয়ে তুমি
ডুবছ হেঁসে হেঁসে,
পিতা,পতি,ছেলে নাতি
তোমার কর্ম নিল শুষে।
নারী তুমি সারা জীবন
শ্রম দিলে পরের জন্য,
ওঁরা সন্মুখে তোমার খ্যাতি ওড়ায়
পেছনে ভাবে বাজারের পণ্য।
তোমার ওই ভিন্ন রূপ হলে ক্ষয়
ওঁরা কুম্ভীরাশ্রু মোছে,
নতুন ধর্ম্ম পত্নী,ধর্ম্ম কন্যা,ধর্ম্ম মাতা
আবার সব নতুন করে রোচে।
নারী তুমি হলে লয়,
সৃষ্টিতে নামে বিপর্যয়,
অন্ধকার হয় সারা জগৎময়,
নাহি ওঁদের সে ভয়!
দাঁড়াও নারী নিজের পায়ে
সোজা কঠিন ভাবে,
নারী নাকি লাস্যময়ী
হাড়ে হাড়ে টের পাবে।
যা কিছু বিশেষণ
বসবে তোমার পাশে,
আজকের এই উল্টো পুরাণ
আদি পুরাণে ফিরে আসে।
বলবে নারী তুমি দেবী,প্রাণ শ্রষ্ঠা
মনুষ্য কুলের বাতি,
প্রণম্য হে নারী,সহস্র কোটি
রাখি তব পদে মতি।
              -------- রঞ্জন গিরি।