স্বস্তি প্রান সাজিয়ে বাগান
মস্তি বড় চিটা জলে,
বস্তির ছাগল অস্বস্তি করে
তারে মুড়িয়ে খেলে?


কষ্ট করে চারা পুষ্ট করিয়ে
আকৃষ্ট করাই মন,
পোষ্য ছাগল আগল ছাড়া
নষ্ট করে জীবন।


তরু ছায়ে আজ মরু বয়
মরীচিকা দেখে লোকে,
গুঞ্জন হয় গগনের তলে
গুরু গম্ভীর শোকে।


মাদল বাজিয়ে বাদল ডাকি
আর বদল হবে কি?
নেড়া গাছে আজ সাড়া নেই
নাড়ি টিপে টিপে দেখি!
            -------- রঞ্জন গিরি।