পরকে আঘাত দিয়ে মনে,
হাসছো বসে সংগোপনে;
ফিরবে আঘাত প্রতিঘাতে
বুঝবি তখন ব্যথার মানে।


পরের হানিতে দিচ্ছ তালি,
মানত করো দেবাঞ্জলি;
নিজে অতিষ্ঠ হবে কষ্ট পেয়ে
হানবে হৃদয় ক্ষতির ডালি।


পরের সুখ দেখে ঈর্ষা করো,
মন্দ গুলোয় করো জড়ো;
ওই মন্দ তুমি স্কন্ধে চাপিয়ে
নিজের ভাগ্য নিজেই গড়।
             -------- রঞ্জন গিরি।