বোতল পালটে কি বাবাল কমে?
জামা পালটালে কি জগন্নাথ?
ওঁরা চৌদ্দ থেকে চুরাশি বছর
দেখ হীন চরিত্র গুড়ের মাত।


শেয়াল যদি ধরে সাধুর বেশ
তার ধুর্তামির যায় কি ধাত?
স্বর্গেও ঢেঁকি সাধনায় মত্ত
ধান ভাঙ্গবে সে পোহালে রাত।


পায়ু কি কখনো পবিত্র হয়
পাপ খোয়াতে করো প্রণাম,
ওঁরা নেংটা হয়ে নগর প্রেমে
ধরা ধর্ষণে পুরায় মনস্কাম।


ওঁদের সিঁদকাটা শিক্ষা সহায়
ডিগ্রি নিয়ে ডিবা বজায়,
ওঁরা লাল রক্তে লাবণ্যতা দেখে
রাজকীয় রসের উন্মত্ততায়।


ওঁরা আতর গায়ে আমোদ ছড়ায়
তাতে মনের ময়লা যায় কি ঢাকা?
ওঁরা উর্ধাঙ্গ ঢেকে উড়তে চায়
তাতে নিম্নাঙ্গের নৃত্য যায় দেখা।


ওঁরা শিক্ষার শংসা প্রচার করে
জঙ্গিপনার বিছিয়ে জাল,
ওঁরা নিরক্ষর বলে নিরীহ লোকে
বৈভব বেলালাপনায় বেসামাল।
                  -------- রঞ্জন গিরি।