নম্রতার নজর নমনীয়,
উগ্রতার উদয় অসহনীয়।
হৃদ্যতায় হৃদয় জয়,
হিংস্রতায় মরন হয়।
প্রীতিতে ভীতি পালায়,
দ্বেষের শেষ মৃত্যু বেলায়।
বিবেকের বিচার ধর্ম,
ক্রোধের কর্ম অধর্ম।
নির্লোভ নিদান বিশ্বজয়ী,
লোভের লাভ ক্ষণস্থায়ী।
প্রশংসায় পাবে প্রেম আগুন,
নিন্দা নাশে নিজ শুভগুন।
অতি চিন্তা আয়ু ক্ষয়,
অধরের হাসি জীবন বয়।
             ------- রঞ্জন গিরি।