নিন্দা বড় নির্মম ব্যাধি
নির্মল হৃদয় ভীষণ জ্বালায়,
নৃশংসতার চেয়ে নৃশংস হয়
নিরীহ যখন নিঃশ্বাস ফেলায়।


নিন্দার নিদান নোংরা বড়
নির্গুণ করে গুণীর মান,
নিঃশব্দে নিংড়ে প্রশান্ত মন
উত্তমতায় করে খানখান।


নিন্দা যে বড় নগর প্রেমী
নিমেষে নৃত্য করে হাটে,
নিন্দুকের নসীব বড্ড খারাপ
নিন্দা যখন ফেরে তটে।


নারোত্তম হতে নিন্দুকেরা
নিন্দা বানাতে নিশি জাগে,
নয়ন ফোলায় নাটক করে
অশ্রু ঝরায় প্রপাত বেগে।
             ------- রঞ্জন গিরি।