ইংরেজীর দ্বিতীয় মাসের
একুশ, ঊন্নিশ বাহান্ন,
সাত ভাষা শহীদের লাগি
বাঙ্গালীর মন বিষন্ন।


যে ভাষা বলতে গিয়ে
যাতনায় জীবন গেলো,
আজ শহীদদের স্মরন করে
নির্ভেজাল বাংলা বলো।


রক্তে যারা হোলি খেলে
কেড়ে নিল ভাইয়ের প্রান,
তাদরে ভাষা বলবো না আজ
এটাই মোদের প্রভাতী গান।


এই ভাষা এমনই ভাষা
বিশ্ব যারে সেলাম করে,
বিশ্ব মাঝে মান বেড়েছে
ভাষা শহীদের হাত ধরে।


রফিক, বরকত শফিউর
জব্বার, অহিল্লাহ, সালাম,
ভাষা শহীদ এঁরা মোদের
নত শিরে জানাই সেলাম।
           ------- রঞ্জন গিরি।