নিঠুর না হইও প্রাণের রাজা
নিত্য রইও সাথে,
নিবিড় আনাগোনা রেখো
নিজ যাত্রা পথে।


গরব যে মোর খর্ব হইবে
গোসাঁ করলে তুমি,
গগন যে মোর হইবে ফাঁকা
গতি হইবে মাটির ভূমি।


ইতর বলুক চতুর লোকে
ঈর্ষা হিংসায় ভয় নাই,
ইমান যে যাবে তুমি গেলে
ঈশানে তখন ভয় পাই।
             ------- রঞ্জন গিরি।