নিচুর নিতা নিছক পোলাও
                        ক্ষুদা মন্দা করে,
নিশীথে নিঃশ্বাস নিশ্চয়ে
                       যেতে চায় উড়ে।


নিছু নিছল নিতম্বিনী
                নিত্যদানে ফ্যানভাত,
নিপত্তে নিমেষে নিভাই ভূখ
                 নিঃচিন্তে কাটে রাত।


নিত্যকাল নিত্যা নিতম্বিনী
          নিত্যসেবা আতিথ্যে অন্ন,
নিচুর নিচা নিত্য নৈবিদ্যে
               জীবন আজই বিপন্ন।


নিস্পদ নিস্পন্দন নিচুর মান
                  নিস্কলুষ নয় কখনো,
নির্লিপ্ত নিলয় নিতম্বিনীর থাকে
                 নির্মল প্রেম মাখানো।


নিশানি নিদান নির্ভুল নিয়ম
               নির্লোভ তার চলার পথ,
নির্ধন নির্বিষ নিরুপম নিগড়িত
         নিরুঢ়িতে ছোটে বিজয় রথ।
---------- রঞ্জন গিরি।