পঞ্চভূত সংহার করো মাগো
(মোর)পঞ্চ ইন্দ্রিয় রাখো বসে,
                 শ্রী"র শিরোপা দাও মাগো
                     এই মিনতি করি দাসে।


লোভ লালসায় লালিত্য হারাই
লজ্জা হারাই মা লাভ দেখে,
কামনার আগুনে কালসিটে পড়ি
কসাই হয়েছি মাগো ক্রোধ থেকে।
           আমায় দম্ভ করেছে দংশন মাগো
              জ্বলে পুড়ে মরি যে তার বিষে।।
পঞ্চভূত সংহার করো.................


মোহ মায়ায় মজে গেছে মন
নিত্য অনিত্য সব গেছি ভুলে,
মাশ্চর্য্য মনে মিতালি করে
প্রতুলতায় মন পড়েছে ঢলে।
             অদ্বিতীয়া তুমি অনাদিতে মাগো
             মানুষ মনুষ্যত্ব না রেখো পরবাসে।।
পঞ্চভূত সংহার করো...............
                       ----------- রঞ্জন গিরি।