পাপীর পাপের সংজ্ঞা জানতে--
মানুষের মনের সঙ্গে ওতপ্রোত ভাবে
মিলিত হতে হবে, সংজ্ঞাটি তখন--
সকপিঠ বাথরুমের জলের মতো
বাইরে বেরিয়ে আসবে।
ভীষন ভীতিপদ ভেতরের ভীত,
আহা! বাহিরে পবিত্র গঙ্গা জল।


পাপী পাষণ্ড পশুত্ব পুষে পাপে,
মানুষ হয়ে মনুষ্যত্ববোধ মেরে;
বিবেক বিচার বিসর্জন দেয়
পাষণ্ড তাঁর পাপের পরিধি বাড়ায়,
মনুষ্যত্বের তত্ব তাড়ায় তমসাতে।


সুমিষ্ট, সুপ্রিয়, সুভাষী সবার
ঠক ঠুলি পরিয়ে ঠকায় মানুষে,
তত্বে মত্ত অসত্য বিব্রত করায়
বত্রিশটি দন্ত নির্গমন করে।
বড় দাঁউর দান মারতে অনেক
ছোট ছোট ত্যাগের তেজস্বিয়তা
দেখায় লোকালয়ে। তারপর........
সময় বুঝে সুদে-আসলে অবৈধ
ব্যাঙ্ক ম্যানাজার, হটাৎ জনসমক্ষে
ডুব দেয়, বিদেশে ঘর ধরে।


পাপ ও পাপী দুটোই ফক্কা........
                   ---------- রঞ্জন গিরি।